ইনসাইড গ্রাউন্ড

শেষ সাত মিনিটের ঝড়ে সেমিফাইনালে ইউনাইটেড


প্রকাশ: 18/03/2024


Thumbnail

শেষ সাত মিনিটের ঝড়ে নাটকীয় ম্যাচে অবশেষে লিভারপুলকে বিদায় জানিয়ে এফএ কাপের সেমিতে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে এরিক টেন হাগের শিষ্যরা।

এদিন খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৫তম মিনিটে তরুণ ইংলিশ মিডফিল্ডার এলিয়টের গোলে আরও একবার এগিয়ে যায় লিভারপুল। তবে ১১২তম মিনিটে সমতা টেনে রেড ডেভিলদের জয়ের আশা বাঁচিয়ে রাখেন র‍্যাশফোর্ড; ম্যাকটমিনের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।

অতিরিক্ত ত্রিশ মিনিট পেরিয়ে শুরু হলো যোগ করা সময়। সম্ভাব্য টাইব্রেকারের পথে এগিয়ে যাচ্ছিল লড়াই। আর তখনই অলরেডদের স্তব্ধ করে দিলেন আমাদ। প্রতিপক্ষের একটি কর্নার রুখে দিয়ে প্রতি-আক্রমণে ওঠে ইউনাইটেড। ক্ষিপ্র গতিতে বল পায়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন গারনাচো, এরপর তিনি বল বাড়ান পাশে আমাদকে। ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে দলকে সেমি-ফাইনালে তোলেন কোত দি ভোয়ার ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

৭ গোলের থ্রিলার শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে সেমিফাইনালের ড্রও অনুষ্ঠিত হয়ে গেল। ফাইনালে ওঠার লড়াইয়ে ইউনাইটেড পেল আসরের চমক কভেন্ট্রি সিটিকে। আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে। শেষ চারের দুটিই ম্যাচই হবে আগামী ২০ এপ্রিল।

ইউর্গেন ক্লপ চলে যাবেন। সব শিরোপাই তাকে উপহার দিতে চেয়েছিল লিভারপুলের খেলোয়াড়রা। কিন্তু তা আর হলো না। ফুটবল ভক্তদের প্রত্যাশা ছিল, এফএ কাপের সুবাদে অন্তত শেষ একবার ক্লপ এবং পেপ গার্দিওলা দ্বৈরথ দেখা যাবে। সেই স্বপ্নটাও শেষ করল রেড ডেভিলরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭