ইনসাইড গ্রাউন্ড

কপাল পুড়ল লিটনের, ভাগ্য খুলছে কার?


প্রকাশ: 18/03/2024


Thumbnail

গত দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে চরম অধারাবাহিকতার মধ্য দিয়ে বাংলাদেশ দলের এক প্রকার অটোচয়েজ হিসেবেই খেলেছেন ওপেনার লিটন কুমার দাস। এবার ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি। তার আগেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন লিটন। এতে সমালোচনার মাত্রা আরও তীব্রতর হয়।

অবশেষে ফর্মে না থাকায় শ্রীলংকার বিপক্ষে চলা ওয়ানডে সিরিজের অলিখিত ফাইনাল ম্যাচে দল থেকে বাদ পড়েছেন এ টাইগার ওপেনার। লিটনকে এবার বাদ দিয়েছেন নির্বাচকরা, তার পরিবর্তে দলে ডেকেছেন সম্প্রতি টি-টোয়েন্টিতে চমক দেখানো জাকের আলী অনিককে।

এর আগেও বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন লিটন। তবে এবার সিরিজের মাঝপথে বাদ পড়াটা  লিটনের জন্য যেন এক নতুন অভিজ্ঞতা। লিটনকে শেষ ওয়ানডেতে দলে না রাখার কারণ জানিয়েছেন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আর দল থেকে বাদ পড়ার ঘোষণা আসার পরপরই চট্টগ্রামের টিম হোটেল ছেড়েছেন লিটন।

লিটনকে বাদ দিয়ে বিবৃতিতে প্রধান নির্বাচক বলেন, ‘সাদা বলে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

এক ভিডিওবার্তায় প্রধান নির্বাচক আরও বলেন, ‘যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সাথে আর রাখছি না।’

এদিকে লিটনকে বাদ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে। মূলত দলের মিডল অর্ডারে ভারসাম্য আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গাজী আশরাফ জানিয়েছেন, ‘দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তখন এই জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। তাই চলমান ওয়ানডে সিরিজের দলে আগে থেকেই বিকল্প ওপেনার থাকায় আরেকজন উদ্বোধনী ব্যাটারকে নেয়ার প্রয়োজন দেখেনি নির্বাচক কমিটি।’

এদিকে লিটনের বাদ পড়া নিয়ে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘দলে বিকল্প ওপেনার আছে। সেদিক থেকে লিটনকে স্কোয়াডের সঙ্গে রাখা যেত। যেটা হয়েছে, এটা তাকে ডিমোটিভেট করতে পারে। তবে সবমিলিয়ে নির্বাচকদের সিদ্ধান্ত যৌক্তিকই মনে হয়েছে।’

নিজের ক্যারিয়ারে লিটন সবশেষ ফিফটি হাঁকিয়েছিলেন ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে, ভারতের বিপক্ষে। পুনেতে ৮২ বলে খেলেছিলেন ৬৬ রানের ইনিংস। এটি সাজানো ছিল ৭টি চারে। এরপর থেকেই ব্যাট হাতে রান খরায় ভুগছেন তিনি।

হোম ও অ্যাওয়ে সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা পূরণে ব্যর্থই হয়েছেন এ টাইগার ওপেনার। যার সবশেষ উদাহরণ ঘরের মাঠে শ্রীলংকা সিরিজ। অন্যদিকে লিটনের বিকল্প হিসেবে যাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই জাকের আলীর সিনিয়র পর্যায়ে অভিষেকই হয়নি।

তবে টি-২০ সংস্করণের অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন তিনি। ব্যাট হাতে খেলেছিলেন ৬৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। যদিও পরের ম্যাচটি দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। ডিপিএলে আবাহনীর হয়ে অবশ্য দুটি ম্যাচেই রানের দেখা পেয়েছেন জাকের। একটি থিতু হয়েও ২১ রানে থেমেছেন।

অন্যটিতে ৭৬ রানে অপরাজিত ছিলেন। এদিন তার দলও গাজী টায়ার্সের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে। চলমান সিরিজে দলের সঙ্গে আগে থেকেই সঙ্গ দেওয়া বাকি দুজন ওপেনারের একজন অভিজ্ঞ এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে লম্বা সময় ধরে দলের সঙ্গে সফর করছেন বিজয়। তবে কালেভদ্রে ম্যাচ খেলার সুযোগ মিলছে এ ওপেনারের।

এদিকে সবশেষ এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। তবে অভিষেক ম্যাচ রাঙাতে ব্যর্থ হন তিনি। ৫০ ওভারের ক্রিকেটের শুরুটা শূন্য রানেই শেষ হয় তার। এরপর ধারাবাহিকভাবে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে একটানা ম্যাচ খেলেন বাঁহাতি এ ওপেনার।

অন্যদিকে চট্টগ্রামে অঘোষিত ফাইনালে লিটনের শূন্যস্থান পূরণ নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা- কল্পনা। কেউ কেউ আবার তরুণ তামিমেই ভরসার জায়গা ভাবছেন । তবে এবার দেখার বিষয় অভিজ্ঞ বিজয় নাকি তরুণ তানজিদ তামিমের ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭