ক্লাব ইনসাইড

অবন্তিকা মৃত্যুর সু-বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশ: 18/03/2024


Thumbnail

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুতে সু-বিচারের দাবিতে শোক র‌্যালি ও মানব বন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। রবিবার (১৭ মার্চ) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে মানব বন্ধন করে।

মানব বন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অবন্তিকার আত্মহত্যার পেছনের কারণ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান। অবন্তিকার সহপাঠী সেতু পাল বলেন, ‘আমারা কখনো ভাবিনি অবন্তিকার এমন হবে। যে সব সময় বলত, আত্মহত্যা কোনো সমাধান নয়। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক। যারা জড়িত তারা বেড়িয়ে আসুক।’

এসময় বিভাগের শিক্ষার্থী তনিম বলেন, ‘আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার একই পরিবারের বড় বোনের খুনে অভিযুক্ত আমারই বড় ভাই। আমি এখন বাকরুদ্ধ। আমি আমার বোনের জন্য সুষ্ঠু বিচার চাই। তার হত্যার পিছনে যে বা যারাই জড়িত তার যেনো সুষ্ঠু বিচার হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল অপরাধীকে সবার সামনে বের করে আনতে হবে।’

মানব বন্ধনে বিভাগের শিক্ষক আহমেদ এহসানুল কবির বলেন, ‘আমার সঙ্গে তার সপ্তাহে তিন দিন ক্লাসে দেখা হতো। ক্লাসে সে অ্যাক্টিভ ছাত্রী ছিলো, মেধাবী ছাত্রী ছিলো। এক সময় এই মেধা বিকশিত হতো। আমরা একটি নক্ষত্রকে হারিয়েছি। আমি বিভাগের ছাত্র উপদেষ্টা। আমরা চেষ্টা করেছি তাকে মানসিক শক্তি দিতে। একাধিক বার সতর্ক করেছি। হয়ত শেষ পর্যন্ত অবন্তিকা তার সমস্যাগুলো জানায় নি। জানালে,আমরা ব্যবস্থা নিতে পারতাম। আমি তদন্ত কমিটিকে আমার বক্তব্য দিয়েছি। আশা করি আমরা ন্যায়বিচার পেতে সক্ষম হবো।’

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আক্কাস সরকার বলেন, ‘আমি আমার ৩৪ বছরের শিক্ষকতার জীবনে, অনেক ঘটনা দেখেছি কিন্তু অবন্তিকার মৃত্যু অন্তত কষ্টের। তার চলে যাওয়া শুধু পরিবারের ক্ষতি নয়, রাষ্ট্রেরও ক্ষতি। সে অনার্স শেষ করেছে। সে বিচারক হতে পারত। রাষ্ট্রের কাছে দাবি তার আত্মহত্যার পিছনে কারণ বের করে, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭