ওয়ার্ল্ড ইনসাইড

এআই গণতন্ত্রের জন্য হুমকি: প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল


প্রকাশ: 19/03/2024


Thumbnail

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া খবর ও অপতথ্য গণতন্ত্রের জন্য হুমকি। সোমবার (১৮ মার্চ) দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে দেওয়া উদ্বোধনী ভাষণে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। বৈশ্বিক এ সম্মেলনে অংশ নেওয়া কয়েকটি দেশের প্রতিনিধিরা রাশিয়া ও চীনের বিরুদ্ধে ক্ষতিকর প্রচারণা চালানোর অভিযোগ করেছেন।

ইউন বলেন, গণতন্ত্রের প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিকে যাতে কাজে লাগানো যায়, সে জন্য দেশগুলোর দায়িত্ব হলো অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করা। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভুয়া খবর এবং অপতথ্য ছড়ানো শুধু ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকারই লঙ্ঘন করে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থাকেও হুমকিতে ফেলে।’

তৃতীয় গণতন্ত্র সম্মেলনের আয়োজন করছে দক্ষিণ কোরিয়া। গণতান্ত্রিক ব্যবস্থার অবনমন এবং অধিকার ও স্বাধীনতার অবক্ষয় রোধের পন্থা নিয়ে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্মেলনের উদ্যোগ নেন।

গণতন্ত্রের প্রতি প্রযুক্তিগত হুমকি এবং প্রযুক্তিকে কীভাবে গণতন্ত্র ও সর্বজনীন মানবাধিকারের প্রসার কাজে লাগানো যায়, তা তিন দিনের এই সম্মেলনে মূল আলোচনার বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে কোস্টারিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ঘানাসহ ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্মেলনে বলেন, ‘স্বৈরাচারী ও নিপীড়নমূলক শাসনব্যবস্থা গণতন্ত্র ও মানবাধিকার ক্ষুণ্ন করার জন্য প্রযুক্তিকে ব্যবহার করছে। তাই প্রযুক্তি গণতান্ত্রিক মূল্যবোধ এবং আদর্শকে টিকিয়ে রাখবে এবং সমর্থন করবে তা আমাদের নিশ্চিত করতে হবে।

বিশ্বজুড়ে তথ্য প্রভাবিত করার নেপথ্যে রাশিয়া ও চীনের ভূমিকার বিষয়ে ওয়াশিংটনের অভিযোগ পুনর্ব্যক্ত করেন ব্লিঙ্কেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাশিয়া অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন ইউরোপীয় কর্মকর্তাও।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭