ইনসাইড বাংলাদেশ

কোটা পুরো বাতিল মেনে নেওয়া হবেনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/04/2018


Thumbnail

প্রধানমন্ত্রী কোটা পুরো বাতিলের ঘোষণা দিলে তা মানা হবেনা বলে জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা বলছে, এই আন্দোলন সংস্কারের, বাতিলের নয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক এ কথা জানিয়েছেন।

আজ বিকেলেই জাতীয় সংসদে কোটা সংস্কার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সব ধরনের কোটা তুলে দেওয়ার বিষয়ে আজই কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।

এর আগে সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না বলে জানায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই তথ্য নিশ্চিতও করেন। প্রধানমন্ত্রী তাদের জানান, ছাত্ররা যেহেতু চাচ্ছে না তাহলে কোনো কোটাই থাকবে না।

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭