ইনসাইড ওয়েদার

বুলিংয়ের শিকার জবি উপাচার্য ড. সাদেকা


প্রকাশ: 19/03/2024


Thumbnail

উপাচার্য হওয়ার পর নারী হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিমও বুলিংয়ের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) জবি শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা স্মরণে আইন বিভাগের আয়োজনে শোকসভায় উপস্থিত হয়ে ড. সাদেকা হালিম এ কথা জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। সমাজের কারণে নারীরা আত্মহত্যা করেন। তবে শিক্ষার্থীরা ‘তুই-তুকারি’ করে স্লোগান দিয়েছেন, সেটি ভালো লাগেনি। শিক্ষার্থীদের কাছে আমি মাফ চাই। উপাচার্য হওয়ার পর নারী হওয়ায় আমিও বুলিংয়ের শিকার হয়েছিলাম।
 
এ সময় অবন্তিকার অভিযোগ পাওয়ার পর কার কী গাফিলতি ছিল, সবই তদন্ত কমিটি বের করবে জানিয়ে উপাচার্য নিপীড়নবিরোধী সেলের দায়িত্ব তুলে নেন নিজ কাঁধে।
 
ড. সাদেকা হালিম বলেন, ‘যৌন হয়রানির অভিযোগের ভাঙাচোরা বাক্স আজকের মধ্যে ঠিকঠাক করতে হবে। চাবি আমার কাছে থাকবে। আমি খুলবো সেই বাক্স।’
 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭