ইনসাইড বাংলাদেশ

‘আই উইল নট টক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/04/2018


Thumbnail

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘আমি বুড়ো মানুষ। অনেক সময়ই কথার খেই হারিয়ে ফেলি। যা বলতে চাই তা বলতে পারিনা। আর আমি যা বলি তোমরা তা লুফে নিয়ে প্রচার করো। এজন্য আমার মুখ বন্ধ। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো কথা না বলতে। আই উইল নট টক।’ আজ বুধবার দুপুরে বাংলা ইনসাইডারের পক্ষ থেকে অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একথা বলেন। মুহিত বলেন,‘প্লিজ আমাকে খোঁচাখুচি করবে না, প্রোভক করবে না। আমাদের সংবিধান অনুযায়ী নীতি নির্ধারণী সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর। আমি কিছু কথা বলেছি, সেটা ছিল আমার ব্যক্তিগত মত। এনিয়ে অনেক হল খোলা হয়েছে। এনাফ ইজ এনাফ। তোমরা যাও।’

উল্লেখ্য, গত সোমবার প্রাক-বাজেট এক আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের উপর আমি ভ্যাট আরোপ করবো।’ পরদিন প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল বলেন, ‘এটা অর্থমন্ত্রীর ব্যক্তিগত মত। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো রকম ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপ করা হবে না।’ ওইদিনই বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কারের বাস্তবায়ন হবে আওয়ামী লীগের বাজেটের’ তার ওই দুই বক্তব্যের পরপরই সমঝোতার পরও আন্দোলন নতুন করে শুরু হয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হয়।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭