ওয়ার্ল্ড ইনসাইড

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল পাকিস্তান


প্রকাশ: 20/03/2024


Thumbnail

পাকিস্তানে পাঁচ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২০ মার্চ) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দেশটিতে মধ্যরাতে দেশটিতে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ৫। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে। পাকিস্তানে এ ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদ, লাহোর ও আশপাশের এলাকা এবং খায়বার পাখতুনখাওয়ার অংশবিশেষে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে গত মাসে পাকিস্তানে চার দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এ ছাড়া গত জানুয়ারিতে দেশটিতে ৪ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭