ইনসাইড গ্রাউন্ড

আইপিএলে কোহলিদের দলের নাম পরিবর্তন


প্রকাশ: 20/03/2024


Thumbnail

বিভিন্ন দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দুই-একটি আসর পর পর নাম পরিবর্তন নতুন কিছু নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায়ই এমন ঘটনা দেখা যায়। বিভিন্ন আসরে বারবার নাম পরিবর্তনের কারণে কঠোর সমালোচনার মুখেও পড়েছে বিপিএল।

তবে এবার দলের নাম পরিবর্তনের ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির আসন্ন আসরে নতুন নামে মাঠে নামবে কোহলিরা। জানা গেছে, আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নাম পরিবর্তন করেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। যদিও নামে খুব বেশি একটা পরিবর্তন আনেনি তারা।

ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে ‘ব্যাঙ্গালোর’র বদলে এখন থেকে ‘ব্যাঙ্গালুরু’ ডাকা হবে। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বর্ণাঢ্য আরসিবি আনবক্স অনুষ্ঠানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলে নাম পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে, দিল্লি ডেয়ারডেভিলস নাম পরিবর্তন করে রাখে দিল্লি ক্যাপিটালস। এছাড়া নাম পরিবর্তন করে কিংস ইলেভেন পাঞ্জাব হয়েছে পাঞ্জাব কিংসও। নাম পরিবর্তনের মাধ্যমে আরসিবি নিজেদের ভাগ্য বদলাতে পারে কি না সেই প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে মুস্তাফিজের চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে ব্যাঙ্গালুরু।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭