ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?


প্রকাশ: 20/03/2024


Thumbnail

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা ৭ম বারের মতো প্রথম স্থানের খেতাব পেল দেশটি।

২০২৪ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ফিনল্যান্ডকে সুখীতম দেশ হিসেবে বেছে নেওয়া হয়। অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে নাম উঠেছে আফগানিস্তানের।
‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশ করা হয়। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’এর প্রকাশিত এই তালিকায় সুখী দেশগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড।

অন্যদিকে সুখী দেশের তালিকায় ১২৯ নম্বরে আছে বাংলাদেশ। এই তালিকায় ভারতের অবস্থায় ১২৬তম। অন্যদিকে তালিকায় ১০৮তম স্থানে রয়েছে পাকিস্তান।
এদিকে শীর্ষ ২০- এর তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।

জিডিপি, মাথাপিছু আয়, স্বাস্থ্য, স্বাভাবিক আয়ুর প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, দুর্নীতি, সামাজিক সহযোগিতাসহ বেশ কিছু সূচককে মানদণ্ড ধরে তৈরি করা হয় এ তালিকা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭