ইনসাইড বাংলাদেশ

নরসিংদীতে বিটিভি সাংবাদিকের বিচারের দাবিতে বিক্ষোভ


প্রকাশ: 20/03/2024


Thumbnail

জমি দখল, চাঁদাবাজি, ভূমি জবর দখল ও সাধারণ মানুষের উপরে নানা অত্যাচার এর অভিযোগ এনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর নরসিংদী জেলা প্রতিনিধি শাহিন মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২ টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে চর মাধবদী এলাকার ২ শতাধিক নারী-পুরুষ ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ‘বিটিভি'র সাংবাদিক শাহিন মিয়া তার ক্ষমতা দেখিয়ে এলাকার সাধারণ মানুষের জায়গা দখল করে, সে একজন রাজাকারের নাতি হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার চালায় এবং এর প্রতিবাদ করলে সে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলা দিয়ে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানী করছে।’

ভুক্তভোগীরা আরও বলেন, শাহিনের এসব অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সে স্থানীয় এক সংবাদ কর্মীর বিরুদ্ধেও মিথ্যা মামলা দয়ের করে। এসময় শাহিনের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধনকারীরা।

পরে শাহিনের দায়ের করা মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহার সহ তার অবৈধ আয়ের উৎস খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭