ইনসাইড বাংলাদেশ

কোনো কোটাই থাকবে নাঃ সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/04/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্ররা যেহেতু চাচ্ছে না, তাই কোনো কোটাই থাকবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোটা থাকলেই সংস্কার হবে, আজ সংস্কার আন্দোলন হচ্ছে। কাল আরেকদল এসে আরেক সংস্কার চাইবে। তাই আমি মনে করি কোনো কোটাই থাকার দরকার নেই। বারবার আন্দোলন যেন না হয় এজন্য কোটা পদ্ধতিই বাতিল। বারবার মানুষকে হেনস্তা করার দরকার নেই। 

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠি, প্রতিবন্ধীসহ অন্যান্যদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের অন্যভাবে চাকরির ব্যবস্থা করা হবে।

ভিসির বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, ভিসির বাড়িতে হামলার ঘটনায় এরই মধ্যে গোয়েন্দারা কাজ করছে। যারা হামলা করেছে তাঁদের খুঁজে দিতে হবে আন্দোলনকারীদেরই।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭