ইনসাইড গ্রাউন্ড

ফাঁস হওয়া সেই কল রেকর্ডের নেপথ্যে কী, জানালেন তামিম-মুশফিক


প্রকাশ: 20/03/2024


Thumbnail

এক সময় নিজেদের বেস্ট ফ্রেন্ড দাবি করতেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তবে বর্তমানে তাদের দ্বন্দ্বের কথা বিশ্ব জানে। এরই মধ্যে ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে তামিম ও মুশফিকুর রহিমের মনোমালিন্যের খবর।

মূলত সম্প্রতি ফাঁস হওয়া তামিম ও মেহেদী হাসান মিরাজের ফাঁস হওয়া এক ফোনালাপে জানা গেছে এই বিষয়। তবে ওই ফোনালাপের নেপথ্য ঘটনা কী তা অবশেষে খোলাসা করলেন তামিম ইকবাল। মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদ-এর প্রচারকে কেন্দ্র করেই মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁসের ঘটনার মঞ্চায়ন।

আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় কথামতো লাইভে আসেন তামিম। এ সময় আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদও।

লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষ্যে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭