ইনসাইড পলিটিক্স

ভারত থেকে কেনা শাল ছুঁড়ে ফেললেন রিজভী


প্রকাশ: 20/03/2024


Thumbnail

ভারত থেকে নিজের জন্য কিনে আনা কাশ্মীরি শাল ছুড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (২০ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় র্কাালয়ের সামনে শালটি ছুঁড়ে ফেলেন তিনি। এসময় রিজভী জানান, আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। পরে নেতাকর্মীরা শালটিতে আগুন ধরিয়ে দেয়।

রিজভী বলেন, ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এই ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দলীয় নেতাকর্মীদের এর সমর্থনে কাজ করার নির্দেশ দেন বিএনপির এ নেতা। 

সমাবেশে  ক্ষমতাসীন আওয়ামী লীগকে বর্জন করারও আহবান জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগও ভারতীয় পণ্য, তাই তাদের বয়কট করতে হবে। 

তবে বিএনপির এই কর্মসূচীতে কেন্দ্রীয় নেতাদের কার কতোটা সমর্থন আছে সেটি এখনও স্পষ্ট নয়। কারন নয়াপল্টনের এই কর্মসূচিতে স্থায়ী কমিটির নেতাদের কাউকে দেখা যায়নি। 

এদিকে বিএনপির আরেক নেতা মঈন খান অভিযোগ করে বলেন, সুপ্রিম কোট বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা মারামারি করলেও বিএনপি সমর্থিত রুহুল কুদ্দুস কাজলকে কারাগারে আটক করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭