ইনসাইড বাংলাদেশ

যথেষ্ট আন্দোলন হয়েছে, এবার ফিরে যাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/04/2018


Thumbnail

কোনো কোটাই থাকবে না ঘোষণা করে কোটা সংস্কারকারী আন্দোলকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথেষ্ট আন্দোলন হয়েছে, এবার ফিরে যাও।

আজ বুধবার সংসদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্র-ছাত্রীরা যেহেতু চাচ্ছে না, তাই কোনো কোটাই থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, কোটা থাকলেই সংস্কার হবে, আজ সংস্কার আন্দোলন হচ্ছে। কাল আরেকদল এসে আরেক সংস্কার চাইবে। তাই আমি মনে করি কোনো কোটাই থাকার দরকার নেই। বারবার আন্দোলন যেন না হয় এজন্য কোটা পদ্ধতিই বাতিল। বারবার মানুষকে হেনস্তা করার দরকার নেই। 

প্রধানমন্ত্রী আরও বলেন, ভিসির বাড়িতে হামলার ঘটনায় এরই মধ্যে গোয়েন্দারা কাজ করছে। যারা হামলা করেছে তাঁদের খুঁজে দিতে হবে আন্দোলনকারীদেরই।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭