ইনসাইড গ্রাউন্ড

টাইগ্রেসদের ঘূর্ণিতে শুরুতেই চাপে অস্ট্রেলিয়া


প্রকাশ: 21/03/2024


Thumbnail

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ নারী দল। যেখানে শুরুতেই টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে বিপদের মুখে পড়েছে অজিরা। প্রথম পাওয়ার প্লের মাঝে অজিরা হারিয়েছে তিনটি উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে তিন উইকেটে ৩২ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

এর আগে দুই দেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুতেই সাফল্য পায় স্বাগতিকরা। নিজের করা প্রথম বলেই ফোবে লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন।

সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিপদজনক এলিস পেরি আজ মাত্র ২ রানে সাজঘরে ফেরেন। একপ্রান্ত আগলে রানের খাতা সচল রেখেছিলেন অধিনায়ক আলিসা হিলি। তাকে ফেরান মারুফা আক্তার মনি। ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পিছে ক্যাচ দেন এ ওপেনার।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। দ্বিপাক্ষিক সিরিজ হলেও এই ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে কেবল ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপেই অংশ নিতে ঢাকায় এসেছিল অজি নারী দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭