ইনসাইড বাংলাদেশ

আইপিইউ সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড গেছেন স্পিকার


প্রকাশ: 21/03/2024


Thumbnail

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১৪৮তম এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ মার্চ) দিনগত রাত ৩টায় স্পিকারের নেতৃত্বে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে একটি প্রতিনিধি দল। 

সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি ঢাকা ত্যাগ করেছেন। 

এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

সুইজারল্যান্ড সফর শেষে আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন স্পিকার, সংসদীয় প্রতিনিধি দল ও তার সফরসঙ্গীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭