ওয়ার্ল্ড ইনসাইড

ইরানি পণ্য চীনে স্থানান্তরে সহায়তা করার অভিযোগ: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


প্রকাশ: 21/03/2024


Thumbnail

হুতি কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি পণ্য চীনে স্থানান্তরে সহায়তা করার অভিযোগে একটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত বিষ্ণু ইনকর্পোরেটেড ফার্মের বিরুদ্ধে এই পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেছে, এর একটি জাহাজ ‘অবৈধ চালানে’ জড়িত।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কিউএফ ও হুতিদের আর্থিক সহায়তাকারী সাইদ আল-জামালের সমর্থনে এই কার্গো পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আমরা আইআরজিসি-কিউএফ এবং হুতিদের মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এবং আরও সন্ত্রাসী হামলার অর্থায়নের প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

লোহিত সাগরের শিপিং লেনে হুতিদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যখন চাপ দিচ্ছে তখন এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

ইয়েমেনি গোষ্ঠীটি বলছে, গাজার বিরুদ্ধে যুদ্ধের অবসানে সহায়তার জন্য তারা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭