ইনসাইড গ্রাউন্ড

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


প্রকাশ: 22/03/2024


Thumbnail

ঘরের মাঠে টি-২০ সিরিজে না পারলেও শ্রীলংকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ দল। এখন টাইগারদের চোখ ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্ট সিরিজে।

শুক্রবার (২২ মার্চ) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলাটি মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১০টায়।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ টেস্ট দলে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ইতোমধ্যে ড্রেসিংরুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেয়া হয় নাহিদ রানাকে। অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক  টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। তাই বোলিং নেওয়া।’

প্রথম টেস্টে বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭