ইনসাইড বাংলাদেশ

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু


প্রকাশ: 22/03/2024


Thumbnail

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের আন্তঃজেলার সব বাস কাউন্টারে এবং অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, যাত্রীরা যেন বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সেজন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। প্রশাসনের নজরদারির মাধ্যমে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর। এবার ঈদে সাপ্তাহিক ছুটি এবং পয়লা বৈশাখের ছুটি মিলিয়ে প্রায় ১০ দিন ছুটি মিলতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭