ইনসাইড বাংলাদেশ

ট্রেনের টিকিট কালোবাজারি, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৯


প্রকাশ: 22/03/2024


Thumbnail

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শহরমূখী মানুষ তাদরে আপন ঠিকানায় ফেরে। নিজ র্কমস্থল আর বাড়ীর মাঝে সঠিক সময়ে যাওয়ার জন্য মানুষ ট্রেনকে নরিাপদ যাত্রা হিসেবে বেছে নেয়। এতে করে একদিকে সহযে নজি গন্তব্যে মানুষ যেতে পারে অন্যদিকে কমে ভোগান্তি। কিন্তু কিছু কালোবাজারি চক্রের কারণে যাত্রিদের ভোগান্তি যেন অসহনিয়।

তবে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজডটকমের অফিস সহকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৩ এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ট্রেনের টিকিট জব্দ করা হয়।

এ বিষয়ে শুক্রবার (২২ মার্চ) কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭