ওয়ার্ল্ড ইনসাইড

মানুষের শরীরে শূকরের কিডনি!


প্রকাশ: 22/03/2024


Thumbnail

ইতিহাসে প্রথমবারের মতো জীবন্ত কোনও মানুষের শরীরে শূকরের একটি কিডনির সফল প্রতিস্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। ৬২ বছর বয়সী ওই ব্যক্তি এখন সুস্থ হয়ে উঠেছেন। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ওই ব্যক্তির শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন তারা। কিডনি প্রতিস্থাপন করা ওই ব্যক্তির নাম রিক স্লেম্যান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকে 'বাস্তব নায়ক' বলে অভিহিত করেছেন মার্কিন চিকিৎসকরা। 

গত ১৬ মার্চ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে এই অপারেশন করেছেন একদল চিকিৎসক। অপারেশনরে পর এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে রোগীর শরীরে শূকরের কিডনি বসানো হয়েছে। তবে শূকরের কিডনি তার দেহে স্থাপন করার আগে এর জিনগত পরিবর্তন করা হয়েছে। শূকরের ক্ষতিকর জিন সরিয়ে মানুষের জিন দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন রিক স্লেম্যান। সাত বছর ধরে ডায়ালাইসিস নিয়েছেন। এরপর ২০১৮ সালে একই হাসপাতালে থেকে তিনি একটি মানব কিডনি প্রতিস্থাপন করেছিলেন। তবে পাঁচ বছর পর এই কিডনি আর কাজ করছিল না। তাই ২০২৩ সালের মে মাসে তাকে আবার ডায়ালাইসিসে ফিরে যেতে হয়। তবে ডায়ালাইসিস করেও তেমন সুফল পাচ্ছিলেন না তিনি।

রিক স্লেম্যান জানান, তিনি ভালো-মন্দ সব বিবেচনা করে শূকরের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি এটা কেবল আমার ভালোর জন্য করেনি। বরং হাজার হাজার মানুষ যারা কিডনি প্রতিস্থাপন করবেন তাদের একটি আশার উপায় হিসেবে দেখেছি।

এর আগে মানুষের শরীরে শূকরের কিডনি লাগানো হয়েছে শুধুমাত্র পরীক্ষামূলক ভাবে এবং সেটা ব্রেইন ডেথ মানুষের শরীরে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭