ওয়ার্ল্ড ইনসাইড

ইনস্টাগ্রামের সার্ভার ডাউন


প্রকাশ: 22/03/2024


Thumbnail

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম মেটার আওতাধীন ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন। ইনসাইডার পেপারের বরাত দিয়ে শুক্রবারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সামা টিভি। 

বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম অ্যাপে সকাল ৬টা ৩০ মিনিটে মোট ৪৮৮টি বিভ্রাটের খবর পাওয়া গেছে। 

এসব বিভ্রাটের মধ্যে ৭০ জন্য ব্যবহারকারী লগইন সমস্যা, ১৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপের সমস্যার মুখোমুখি হয়েছেন। এ ছাড়া সার্ভার সংযোগ সমস্যার মুখোমুখি হয়েছেন ১১ শতাংশ ব্যবহারকারী। 

ডাউনডিটেক্টর ডটকম আরও জানিয়েছে, গতকালও হাজার হাজার ব্যবহারকারীর জন্য ইনস্টাগ্রাম সার্ভার ডাউন ছিল। ৫ হাজারেরও বেশি ব্যবহারকারী এই প্ল্যাটফরমে তাদের অ্যাক্সেসের সমস্যার কথা জানিয়েছেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭