ইনসাইড বাংলাদেশ

ঈদগাহের মাটি বিক্রির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে


প্রকাশ: 22/03/2024


Thumbnail

মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের ঈদগাহের মাটি বিক্রির অভিযোগ উঠেছে কহিনুর ইসলাম নামের স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে এ ঈদগাহের মাটি তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলীর নির্দেশে বিক্রি করেন তিনি।

কহিনুর ইসলাম (৩২) ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শহেদ মেম্বারের ছেলে। তিনি সততা এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক।

জানা যায়, গত বছর মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থানের সংস্কারের জন্য পাশের নদী থেকে মাটি তোলা হয়। মাদ্রাসা ও কবরস্থানে মাটি ভরাট করা হলেও ঈদগাহের মাটি ঢিবি করে রাখা হয়। এক বছর পর মঙ্গলবার এ মাটি বিক্রি করেন সততা এন্টারপ্রাইজের মালিক কহিনুর ইসলাম।

নাম না বলার শর্তে কমিটির একজন বলেন, গ্রাম থেকে মাটি ভরাটের জন্য টাকা তোলা হয়েছে। স্থানীয়রা জানান, মদদদাতা রমজান চেয়ারম্যানের নির্দেশে ঈদগাহের মাটি বিক্রি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, মাটির ড্রেজারের টাকা পরিশোধ না করতে পারায় ওখানকার মাটি ড্রেজারের মালিককে দিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঈদগাহের মাটি বিক্রি বন্ধ করে দিয়েছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭