ওয়ার্ল্ড ইনসাইড

শিগগিরই ইউক্রেনের পতন হতে পারে : ম্যাক্রোঁ


প্রকাশ: 22/03/2024


Thumbnail

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অল্প সময়ের মধ্যে রুশ সেনারা পরাজিত করতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

খবর অনুসারে, সংবাদমাধ্যমটির প্লেবুক বিভাগ প্রেসিডেন্টের দলের বেশ কয়েকজন সদস্যের সাথে কথা বলেছে। তারা আগের সন্ধ্যায় এলিসি প্রাসাদে একটি ওয়ার্কিং ডিনারে অংশ নেয়। অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনা হয় আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনক নিয়ে। তবে সেখানে উঠে আসে ইউক্রেন সংঘাতের বিষয়টিও।

ম্যাক্রোঁনের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানায়, 'ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে।'

রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের পক্ষে লড়াইরত বেশ কয়েকজন ফরাসি নাগরিক নিহত হওয়ায় ম্যাক্রোঁন ইউক্রেন সম্পর্কে তার জ্বালাময়ী বক্তব্য জোরদার করেছেন।

ফেব্রুয়ারির শেষের দিকে প্যারিসে ইইউ নেতাদের এক বৈঠকে তিনি ইউক্রেনে ন্যাটোর হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে কথা বলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭