ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে নির্বাচনে অনিয়ম: তদন্তের অনুরোধ


প্রকাশ: 23/03/2024


Thumbnail

পাকিস্তানের সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোকে তদন্তের আওতায় নেওয়ার জন্য দেশটির নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ডয়েচ ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্সের সাব-কমিটির সাথে কথা বলার পর একটি লিখিত বিবৃতিতে ডোনাল্ড লু পাকিস্তানের নির্বাচন কমিশনকে দেশটির নির্বাচনে কারচুপির অভিযোগের সুষ্ঠু তদন্তের পরামর্শ দেন। এই সাব-কমিটি পাকিস্তানের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পরীক্ষা করে দেখছে।

লু জানান, নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম। স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে ব্যর্থতা, বিরোধীদের গণহারে গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ করা এবং সাংবাদিকদের ওপর সেন্সরশিপ ও চাপ প্রয়োগ করা নিয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম।

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্সের সাবকমিটিকে ডোনাল্ড লু আরও বলেন, আমরা কখনও এই নির্বাচনের বর্ণনায় ‘অবাধ ও নিরপেক্ষ’ টার্ম ব্যবহার করিনি।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭