ইনসাইড গ্রাউন্ড

চা বিরতির পূর্বেই গুটিয়ে গেল বাংলাদেশ


প্রকাশ: 23/03/2024


Thumbnail

শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মাধ্যমে চলতি বছরে আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে সিলেটে চলছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যেখানে দ্বিতীয় দিনের চা বিরতির আগেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে লংকানরাও পেয়েছে বড় লিড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করেছে শ্রীলংকা। সফরকারীদের লিড ৯২ রান।

সিলেট টেস্টে প্রথম দিনের (শুক্রবার) প্রথম সেশন ছিল স্বাগতিকদের। তবে দ্বিতীয় সেশনে কর্তৃত্ব করে লঙ্কানরা। শেষ সেশনে বাংলাদেশ কামব্যাক করলেও স্বস্তি নিয়ে দিন পার করে সফরকারীরা।

দিন শেষে লঙ্কানরা ৩২ রানে তুলে নেয় বাংলাদেশের ৩ উইকেট। দ্বিতীয় দিন সকালে ওপেনার মাহমুদুল জয় ও মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন ফিরলে ৮৩ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করেন লিটন দাস। কিন্তু লাথিরুর ইনসুইং-এ বোল্ড হন তিনি। এতে ২৫ রানে সাজঘরের পথ ধরেন এ ব্যাটার। তার বিদায়ের পর আর কেউই বেশিক্ষণ টিকতে পারেননি।

নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা তাইজুল ইসলাম দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া ১০ নম্বরে নামা খালেদ আহমেদ করেন ২২ রন। লংকানদের হয়ে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাজিরু কুমারা তিনটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করতে নামে শ্রীলংকা। ব্যাট হাতে লঙ্কানদের টপ অর্ডাররা পুরোপুরি ব্যর্থ হয়।

তবে মিডল অর্ডারে উইকেটে এসে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এ জুটির ব্যাট থেকে আসে ২০২ রান। সেই সঙ্গে দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাদের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ২৮০ রানেই থামে ক্রিস সিলভারউডের শিষ্যরা।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন খালেদ ও রানা। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন শরিফুল এবং তাইজুল ইসলাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭