ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপের ৪ দেশ


প্রকাশ: 23/03/2024


Thumbnail

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ইউরোপের আরও চারটি দেশ। দেশ চারটি হলো- স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা। 

দেশ চারটির নেতারা শুক্রবার (২২ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর যৌথভাবে এ ঘোষণা দেন। খবর আনাদোলুর।   

বিবৃতিতে চার দেশের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন। এর মাধ্যমে সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। 

এ সময় চার দেশের নেতারা স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যখন ইতিবাচক অবদান রাখতে পারবেন এবং পরিস্থিতি সঠিক হবে, তখনেই তারা এই স্বীকৃতি দেবেন বলে জানিয়েছেন।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমাদের এই যৌথ বিবৃতিতে কখন স্বীকৃতি দেওয়া হবে সেই বিষয়টা অস্পষ্ট রয়েছে। তবে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন কখন তা দেওয়া হবে সেটা নিয়ে কথা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭