ইনসাইড গ্রাউন্ড

ইসিহাসে প্রথমবার আইসিসির প্যানেলে চার বাংলেদেশি নারী আম্পায়ার


প্রকাশ: 23/03/2024


Thumbnail

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট প্যানেলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে  যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়া চার নারী আম্পায়ার হলেন- সাথিরা জাকির জেসি, মোছা. রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। এই চারজনের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হচ্ছেন সুপ্রিয়া রানি দাস। 

বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাথিরা জাকির লিখেছেন, ‘খুশির সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের অংশ হয়েছি। কতটা খুশি এবং ভাগ্যবান সেই অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। পরের ধাপের জন্য অপেক্ষা করছি। আমার জন্য দোয়া করবেন।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭