ওয়ার্ল্ড ইনসাইড

মালদ্বীপে বসতবাড়ি রাঙানো রমজান


প্রকাশ: 23/03/2024


Thumbnail

নতুন রঙে ঘর-বাড়ি রাঙিয়ে রমজানকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পরেন গরীব-ধনী সকল শ্রেণীর মানুষ। রমজানের আগে ঘর-বাড়িতে নতুন রঙ করা তাদের প্রথাগত ঐতিহ্য।

বলছি, অপরুপ সৌন্দর্য্যের লীলাভুমি বিশ্বের সবচেয়ে নীচু রাষ্ট্র মালদ্বীপের কথা। মূলত এটি একটি দ্বীপ রাষ্ট্র।

বাংলা ইনসাইডার আয়োজিত 'ইনসাইড রমজান' ধারাবাহিক এর আজকের পর্বে আমরা জানবো মালদ্বীপের মুসলিমদের রমজান ও ইফতার সংস্কৃতি-

জনসংখ্যায় মালদ্বীপের ১০০ ভাগ মানুষ মুসলিম। রমজান মাস শুরু হবার আগের রাতে মালদ্বীপবাসী মাহিফুন নামক খাবার অনুষ্ঠানের আয়োজন করে যা প্রতিবেশীদের নিয়ে অনুষ্ঠিত হয়। রমজানকে স্বাগত জানাতে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এছাড়াও, রমজানকে স্বাগত জানাতে মালদ্বীপবাসীরা তাদের বাড়ি ঘরে নতুন রঙ করেন। 

১৩ ঘন্টা রোজা রেখে তারা ইফতারের পর বাইকে করে দ্বীপে ভ্রমণ করেন, কফি পান করেন এবং ক্যারম খেলায় মেতে উঠেন। 

তারা জামাতের সাথে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব একত্রে তারাবী সালাত আদায় করে। দেশটিতে রমজানের প্রথম দিন হলিডে হিসেবে পালন করা হয়।

মালদ্বীপে ইফতার পরিচিত 'রোয়াদা ভিলান' নামে । তাদের ইফতারের মূল উপাদান শুকনো বা ফ্রেশ খেজুর। দেশটিতে বিলাসবহুল রেস্তোরাঁ বা হোটেলে ইফতার ও ডিনারের বিশেষ আয়োজন করা হয়ে থাকে। অন্যদিকে, সেখানকার মসজিদগুলোতে ফ্রি খেজুর জুসের ব্যবস্থা করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭