ইনসাইড গ্রাউন্ড

চলতি বছরেই আবারও বাংলাদেশ-ভারত মহারণ


প্রকাশ: 24/03/2024


Thumbnail

একটা কথা আজকাল প্রায়ই শোনা যায় যে ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর আগের সেই উত্তাপ পাওয়া যায় না। বরং সে জায়গায় ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে মাতামাতি এখন বেড়েছে বহুগুণে। 

সে অনুযায়ী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত লড়াই যেন বাড়তি উত্তেজনার খোরাক জোগায়। আর সেই খোরাক জোগাতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। যাতে করে আবারও হতে চলেছে সেই বাংলাদেশ ভারত দ্বৈরথ। 

ভারত সফরের দিনক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র।

আগামী জুনে টি-২০ বিশ্বকাপ শেষে আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই ভারত সফর করবে লাল-সবুজেরা। বিসিবি সূত্র জানিয়েছে, এই সফরে বাংলাদেশ দলকে প্রায় এক মাস ভারতে থাকতে হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় এই সফর শেষ হবে ১৫ অক্টোবর। দীর্ঘ এই সময়ে ভারতের সঙ্গে দুটি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এটি ২০২৪ সালের এফটিপি অন্তর্ভূক্ত সফর।

এর আগে সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে খেলেছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে স্মরণকালের সবচেয়ে বাজে সময় কেটেছে সাকিব-লিটনদের। তবে ওয়ানডে মহারণের পরপরই নতুন উদ্যমে নিজেদের খুঁজে পেয়েছে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভেন্যুতে এসেছে স্মরণীয় জয়। এরপর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে শান্তর দল। লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে ঘরের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

এরপরই টি-২০ বিশ্বকাপের ভেন্যুতে পাড়ি জমাবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে বাংলাদেশ। এরপরই শুরু হবে টাইগারদের ২০ ওভারের বৈশ্বিক মহারণের অভিযান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭