ইনসাইড বাংলাদেশ

বিএনপি নেতারা আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/04/2018


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় অভিযুক্ত হচ্ছেন তারেক জিয়া সহ বিএনপির একাধিক শীর্ষ নেতা। গতকাল বুধবার সন্ধ্যায় এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় কাউকে অভিযুক্ত দেখানো হয়নি। কিন্তু পুলিশের সূত্রে জানা গেছে, আজকালের মধ্যেই বিএনপির শীর্ষ নেতাদের ঘটনার পরিকল্পনাকারী এবং ইন্দনদাতা হিসেবে দেখানো হবে। এই সব নেতাদের বিরুদ্ধে আজকালের মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

এদিকে মামলার পরপরই বিএনপির কয়েকজন শীর্ষ নেতা গা ঢাকা দিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল গতরাত থেকে আত্মগোপনে গেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক নেতার কথোপকথন ফাঁস হয়েছে গতরাতে। গণমাধ্যমে এই কথোপকথনের অডিও শোনার পরপরই বিএনপি নেতারা পালিয়ে গেছেন।

দুই দিন উৎসব মুখর থাকার পর আজ বৃহস্পতিবার বিএনপির কার্যালয় ছিল শুনশান, নীরব। শীর্ষনেতারা সব ফোন বন্ধ করে রেখেছেন।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭