ইনসাইড ওয়েদার

কুড়িগ্রামে ঝড়ে বিধ্বস্ত ঘর-বাড়ি, আহত ৩


প্রকাশ: 24/03/2024


Thumbnail

কুড়িগ্রামের চিলমারীতে ঝড়ে ঘর ভেঙে তিনজন আহত হয়েছেন। এছাড়াও ঝড়ে উপজেলার রমনা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ভেঙে যাওয়ারও খবর পাওয়া গেছে।

 

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার রানিরমোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮), ও সত্যজিত রায় (৬০) ।

 

স্থানীয়রা জানান, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার আগে চিলমারীতে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। এসময় উপজেলার রনিরমোড় এলাকায় টিন সেট বিল্ডিং ঘর একটি দোকানের ওপর ধসে পড়ে। সে সময় দোকানে থাকা তিনজন আহত হন। পরে আহতদের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে না, ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭