ইনসাইড গ্রাউন্ড

ব্যাটিং বিপর্যয়ে শতরানের পূর্বেই গুটিয়ে গেল বাংলাদেশ


প্রকাশ: 24/03/2024


Thumbnail

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে ব্যাটারদের চাপমুক্ত হয়ে খেলার সুযোগ করে দিতেই টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ব্যর্থ হয়ে শতরানও পেরোতে পারেনি টাইগ্রেসরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৪.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৯৭ রান করেছে বাংলাদেশ।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি কেউ। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। ৩ রানে আউট হন সোবহানা মোস্তারি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আরেক ওপেনার ফারজানা হক ৭, মুরশিদা খাতুন ৫ ও অধিনায়ক জ্যোতি ১ রানে সাজঘরে ফেরেন। এক পর্যায়ে ৬১ রানেই ৮ উইকেট হারায় টাইগ্রেসরা।

শেষদিকে নাহিদা আক্তারের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ দলীয় শতকের কাছাকাছি যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে সোফি মলিনিউ তিনটি এবং গার্ডনার, কিং ও জর্জিয়া দুটি করে উইকেট নেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭