ইনসাইড গ্রাউন্ড

জার্মানির ইতিহাসের দ্রুততম গোলের দিনে হারল ফ্রান্স


প্রকাশ: 24/03/2024


Thumbnail

খেলা শুরু হতে না হতেই গোলের বাঁশি। জার্মানি বনাম ফ্রান্সের ম্যাচে এমন বিরল ঘটনা ঘটেছে গতকাল গ্রুপামা স্টেডিয়ামে। যে ম্যাচে হেরেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

এদিন খেলার শুরুর ৭ সেকেন্ডের মাথায় ফ্রান্সের জালে বল জড়িয়েছেন জার্মানির ২০ বছর বয়সী স্ট্রাইকার ফ্লোরিয়ান উইর্টজ। বাকি একটি গোল আসে কাই হাভার্টজের কাছ থেকে। শেষ পর্যন্ত ২-০ গোলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে ঘরে ফিরলো জার্মানরা।

ইউরো চ্যাম্পিয়নশিপের আগমুহূর্তে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এই জয়টা জার্মানির খুব প্রয়োজন ছিল। সেটিও আবার ফ্রান্সের মত শক্তিশালী দলের বিপক্ষে।

এদিকে অবসর ঘোষণার তিন বছর পর ফিরে এসেই জার্মানির জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। তার বাড়িয়ে দেওয়া লম্বা পাসটিই সাত সেকেন্ডের মধ্যে ফ্রান্সের জালে পাঠিয়ে দেন উইর্টজ।

জার্মানির ফুটবল ইতিহাসে উইর্টজের এই গোলটাই সবচেয়ে দ্রুততম। এর আগে লুকাস পোডলস্কিও সাত সেকেন্ডে গোল করেছিলেন, ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে। তবে ভগ্নাংশের হিসেবে পিছিয়ে রইলো পোডলস্কির গোল। উইর্টজের গোল চলে এসেছে এক নম্বরে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭