ওয়ার্ল্ড ইনসাইড

ঈদুল ফিতরে ছুটি কতদিন জানাল সৌদি আরব


প্রকাশ: 24/03/2024


Thumbnail

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরব চারদিনের ছুটি ঘোষণা করেছে। দেশটির পাবলিক এবং প্রাইভেট সেক্টরে সমান ছুটি ঘোষণা করা হয়েছে। 

তবে সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। এজন্য সব মিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন। 

রোববার (২৪ মার্চ) সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ ছুটির তারিখ ঘোষণা করে। 

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ১১ মার্চ পবিত্র রমজান শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭