ইনসাইড পলিটিক্স

৫ মাস পর রাজনৈতিক কর্মসূচিতে ফখরুল, জানালেন নতুন দাবি


প্রকাশ: 24/03/2024


Thumbnail

দীর্ঘ ৫ মাস পর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৪ মার্চ) গুলশানের একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

এর আগে কারাভোগ এবং চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ ৫ মাসের মতো রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব।
 
দ্বাদশ সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে একতরফা নির্বাচন হয়েছে, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। এ অবস্থায় সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি করছি।
 
বিএনপির মহাসচিব বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
  
রাজনৈতিক সংকট নিরসনে গণতান্ত্রিক বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান তিনি।  
 
এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও শঙ্কার কথা জানান ফখরুল। তিনি বলেন, বাংলাদেশ গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে রয়েছে।
 
তিনি ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহবান জানান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭