ওয়ার্ল্ড ইনসাইড

নাইজেরিয়ায় অপহরণ হওয়া শিক্ষার্থী ও কর্মী উদ্ধার


প্রকাশ: 25/03/2024


Thumbnail

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপহৃত প্রায় ৩০০ শিক্ষার্থী ও কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় রোববার ( ২৪ মার্চ) এ কথা জানিয়েছে। বন্দুকধারীরা শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই অপহৃতদের উদ্ধার করা হলো।

৭ মার্চ উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের কুরিগা শহর থেকে ২৮৭ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। ২০২১ সালের পর এই প্রথম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটল। ওই বছর কাদুনা রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে দেড় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭