ওয়ার্ল্ড ইনসাইড

ফ্রান্সে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি


প্রকাশ: 25/03/2024


Thumbnail

রাশিয়ায় কনসার্টে ভয়াবহ বন্দুক হামলার পর এবার ফ্রান্স সন্ত্রাসী হামলা নিয়ে সতর্কতা জারি করেছে।

রোববার (২৪ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল এ নিয়ে জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তা এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রার সঙ্গে বৈঠক করেছেন। খবর রয়টার্সের

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্যাব্রিয়েল আতাল বলেন, কয়েক মাস পরেই প্যারিসে অলিম্পিক গেমসের আয়োজন করা হবে। এরই মধ্যে মস্কোতে চালানো হামলার দায় স্বীকার করেছে আইএস। এর ফলে আমাদের দেশেও হামলার ঝুঁকি তৈরি হয়েছে। 

ফ্রান্সে সন্ত্রাসী হামলার হুমকিসংক্রান্ত সতর্কব্যবস্থার তিনটি মাত্রা রয়েছে। ফ্রান্সে অথবা বিদেশে কোনো হামলার আশঙ্কা করা হলে সর্বোচ্চ মাত্রার সতর্কসংকেতটি সক্রিয় করা হয়।

হামলার সর্বোচ্চ মাত্রার সতর্কসংকের জারি করা হলে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। যেমন রেলস্টেশন, বিমানবন্দর, ধর্মীয় স্থান ও বিভিন্ন জনসমাগমের জায়গায় সশস্ত্র বাহিনীর টহল জোরদার করা হয়।

এদিকে গত শুক্রবার রাশিয়ার মস্কোর কনসার্ট হলে হামলা চালিয়ে ১৩৭ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭