ইনসাইড গ্রাউন্ড

নতুন বলে ব্যাটিংয়ের বিষয়ে যা বললেন শান্ত


প্রকাশ: 25/03/2024


Thumbnail

শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মাধ্যমে চলতি বছরে আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে টি-টোয়েন্টিতে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে গেলেও ওয়ানডেতে দাপুটে জয়ে আবারও জয়ের ধারায় ফিরেছিল টাইগাররা। তবে টেস্ট সিরিজে এসে আবারও প্রথমেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লংকানদের ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে টাইগারদের ইনিংস শেষ হয়েছে ১৮২ রানে। সিলেট টেস্টে বাংলাদেশের হারের ব্যবধান ৩২৮ রান।

ম্যাচজুড়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন স্বাগতিক ব্যাটাররা। দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি হতাশ করেছেন দর্শকদের। এমন হারের পর অবশ্য লঙ্কান দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক।

প্রথম টেস্ট হারের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ' ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। একই সঙ্গে দলের বোলাদেরও প্রশংসা করেন শান্ত, 'আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিল।'

শান্ত তাগিদ দিয়ে রাখলেন ব্যাটিংয়ে উন্নতির জন্য, 'আমাদের নতুন বলের ব্যাটিংয়ের জন্য উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে এটা নিয়ে। যখন চট্টগ্রামে যাব পরিকল্পনা থাকবে তখন এবং আশা করি, আমরা আরও ভালো করব।'

চাপের মধ্যেও দ্বিতীয় ইনিংসে একাই লড়েছেন মুমিনুল হক। অপরাজিত থেকেছেন ৮৭ রানে। তাকে নিয়ে শান্ত বলেন, 'তিনি চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭