ইনসাইড গ্রাউন্ড

বিশাল জয়ের পর যা বললেন লংকান অধিনায়ক


প্রকাশ: 26/03/2024


Thumbnail

শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মাধ্যমে চলতি বছরে আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে টি-টোয়েন্টিতে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে গেলেও ওয়ানডেতে দাপুটে জয়ে আবারও জয়ের ধারায় ফিরেছিল টাইগাররা। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই পুনরায় টাইগারদের রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল লংকানরা।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বেশ লড়াই হলেও দ্বিতীয় ইনিংসে গিয়ে ম্যাচ একপেশেই হয়ে গিয়েছিল। ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি দূর যেতে পারেনি টাইগাররা। ৩২৮ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলংকা। দুই ইনিংসেই তারা বাংলাদেশের চেয়ে ছিল এগিয়ে।

দুই ইনিংসেই অবশ্য শুরুটা ভালো হয় বাংলাদেশের জন্য। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলংকা। পরে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়েন। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেটে ১২৬ রান করে। পরে আবার সেঞ্চুরি করেন কামিন্দু ও ধনঞ্জয়া।

ম্যাচ জয়ের পরও ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, ‘অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। কিন্তু একই সঙ্গে উন্নতির জায়গাও আছে। ওসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে কোচিং স্টাফদের সঙ্গে এর সমাধান করতে হবে। ব্যাটিংয়ে অবশ্যই উন্নতির জায়গা আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে পরের সফরের আগেই আমাদের ওসব জায়গায় নজর দেওয়া।’

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ১ জয় নিয়ে তারা এখন আছে ছয় নম্বরে। এখন অবশ্য এই অবস্থান নিয়ে ভাবছেনই না লঙ্কান অধিনায়ক। এক ম্যাচ করেই এগিয়ে যেতে চান তিনি।

ধনঞ্জয়া বলেন, ‘র‌্যাংকিংয়ের চেয়ে বেশি ম্যাচ বাই ম্যাচের দিকে তাকাচ্ছি। এখন এই ম্যাচটা শেষ, আমি তাকিয়ে আছি সামনের ম্যাচগুলোতে কী করতে পারি। আমি শুধু তাকিয়ে আছি কীভাবে পরিকল্পনা করবো এ ব্যাপারে। র‌্যাংকিংয়ে উন্নতিটা এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমরা একটা ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭