ইনসাইড বাংলাদেশ

সৈকত ছেয়ে গেছে মৃত জেলিফিশ দিয়ে


প্রকাশ: 26/03/2024


Thumbnail

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতসহ উপকূল জুড়ে হঠাৎ করেই ভেসে আসছে অসংখ্য জেলিফিশ। এসব জেলিফিশ সৈকতে মরে দুর্গন্ধ ছড়াচ্ছে; শরীরে লাগলেই শুরু হচ্ছে চুলকানি। সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ আটকা পড়ায় মাছ শিকারে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। এর পাশাপাশি পরিবেশও দূষণ হচ্ছে। তবে কী কারণে এভাবে জেলিফিশ মারা যাচ্ছে তা জানেন না জেলে ও স্থানীয়রা।

গত এক সপ্তাহ ধরে এভাবে অসংখ্য জেলিফিশ মরে ভেসে আসছে বলে জানা গেছে।

কুয়াকাটা সৈকতের দীর্ঘ ১৮ কিলোমিটারের একাধিক পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে অসংখ্য জেলিফিশ ভেসে এসে আটকা পড়ছে। ভেসে আসা জেলিফিশের মধ্যে কোনোটা আকারে ছোট, আবার কোনোটা বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। এতে দুর্গন্ধ ছড়ানো পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের সহযোগী ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, জেলিফিশ কচ্ছপের প্রধান খাবার। সামুদ্রিক কচ্ছপ কমে যাওয়ায় এদের পরিমাণ বেড়েছে। উপকূলে ভেসে আসা এসব জেলি ফিশ ‘সাদা জেলিফিশ’ নামে পরিচিত। যার বৈজ্ঞানিক নাম ফাইলোরিজা পাংটাটা।

এ প্রজাতির জেলি ফিশের কিছুটা চুলকানি সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। স্থানীয় জেলেদের কাছে জেলিফিশ সাগরের ‘লোনা’ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে জোয়ারের পানির সঙ্গে জেলিফিশগুলো ওঠানামা করে।

জেলেরা জানান, এক সপ্তাহ আগে হঠাৎ জেলিফিশ বাড়তে শুরু করে। প্রথম দিকে কম থাকলেও এখন পরিমাণটা অনেক বেশি। সাগরে জালে কোনো মাছ ধরা পড়ছে না জেলিফিশের কারণে। পুরো জালে আটকে থাকে জেলিফিশ। জাল, রশি নষ্ট করে ফেলে; তাই জাল তুলে নিয়ে আসছি। জেলিফিশ কমলে আবার জাল ফেলা হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত কয়েক দিন থেকে এসব জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছে। জেলিফিশ বেড়ে যাওয়ায় সমুদ্র থেকে বর্তমানে জেলেরা জাল উঠিয়ে রাখছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭