ইনসাইড বাংলাদেশ

১৪ হাজার টিকিট কিনতে ৯৫ লাখ হিট


প্রকাশ: 26/03/2024


Thumbnail

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এখন চলছে ট্রেনের তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি। কাঙিখত টিকিট পেয়ে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চালু হয়। এ সময় আগামী ৫ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট মাত্র ২ ঘণ্টা সময়ের মধ্যেই শেষ হয়। এ তথ্য জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

এ ব্যবস্থাপক জানান, আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটি বিক্রি শুরু করার মাত্র দুই ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়েছে। এ সময় টিকিট নেয়ার জন্য ওয়েবসাইটে হিট পড়েছে ৯৫ লাখ ১০ হাজারের মতো।

এদিকে এদিন দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে বিশেষসহ আন্তঃনগর ট্রেনে রাজধানী ঢাকা থেকে বহির্গামী টিকিটের সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭