ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ


প্রকাশ: 26/03/2024


Thumbnail

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে গুলি করার পর বাংলাদেশি যুবককে গুলি করার পর ধরে নিয়ে গেছে ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া, নওগার পোরশা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে পোরশা সীমান্তের-পিআর ৩১/১০ নং পিলারের কাছে সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।  আর, সোমবার (২৫ মার্চ) রাতে আদিতমারী উপজেলার দূর্গাপুর বিওপি সীমান্তের ৯২৩ নাম্বার পিলারের কাছে ভারতের ৭৫ গজ অভ্যন্তরে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ লিটন  (১৯) আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল রহমানের ছেলে। নিহত আলামিন পোরশার বিঞ্চুপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত হন। পরে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় বিজিবি-বিএসএফ পর্যায়ে কোন প্রকার পতাকা বৈঠক এখনো অনুষ্ঠিত হয়নি।

যদিও লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবিকুল ইসলাম জানিয়েছেন, লিটন মিয়া নিহত হয়েছেন। গতকাল রাত থেকেই তারা মরদেহ ফেরতের জন্য সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু ভারতীয় বিএসএফ এখনো নিহতের মরদেহ ফেরত দেননি।

তবে বিএসএফের বরাতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন নিহত হননি। গুলিবিদ্ধ অবস্থায় ভারতের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭