ইনসাইড গ্রাউন্ড

ব্যাটিং ভরাডুবিতে ৮৯ রানে অলআউট বাংলাদেশ


প্রকাশ: 27/03/2024


Thumbnail

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে স্বাগতিক মেয়েরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মতো আজও ব্যাটিং বিপর্যয়ে পড়ল নিগার সুলতানা জ্যোতিরা।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৯৫ ও ৯৭ রানের পর আজ শেষটিতে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ২৬.২ ওভারে ৮৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক মেয়েরা। প্রথম দুই ওয়ানডেতে টস জিতেছিল বাংলাদেশ। আজ অবশ্য টস ভাগ্য বাংলাদেশের পক্ষে যায়নি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে যথারীতি ব্যাটিং বিপর্যয়। শুরুটা ওপেনিংয়ে সোবহানা মোস্তারির জায়গায় একাদশে যুক্ত হওয়া সুমাইয়া আকতারকে দিয়ে। এলিস পেরির বলে কোনো রান না করেই আউট হয়েছেন সুমাইয়া।

পেরির আরেক শিকার মুর্শিদা খাতুন। ২১ বলে ৮ রান করা বাঁহাতি ব্যাটার ফেরেন উইকেটকিপার অ্যালিসা হিলির হাতে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার ফারজানা হকের ব্যাটও কথা বলেনি। দলীয় ৮ রানের সময় তিনি কিম গার্থের বলে আউট হন পাঁচ রান করে। ২৪ রানে যখন তিন উইকেট নেই, রিতু মনিকে নিয়ে বিপর্যয় সামাল দিতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা।

অধিনায়কের দায়িত্বের সঙ্গে বাংলাদেশ ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার নিগার। এই সিরিজে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে তাঁর ব্যাটও জ্বলে উঠতে ব্যর্থ। বাঁহাতি স্পিনার সফি মলিনিওর বলে উইকেটকিপার হিলির হাতে ক্যাচ দিয়ে নিগার আউট হন ১৬ রান করে। এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

দলীয় ৫৩ রানে নিগার আউট হওয়ার পর ১০ রানের ব্যবধানে আরো তিন উইকেট হারায় বাংলাদেশ।

স্বাগতিক মেয়েদের স্কোরবোর্ডে তখন ৯ উইকেটে ৬৩ রান। এখান থেকে শেষ উইকেট জুটিতে ২৬ রান যোগ করেন সুলতানা খাতুন ও মারুফা আক্তার। সুলতানা ১০ রানে আউট হন, মারুফা ১৫ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার মেয়েদের হয়ে তিনটি করে উইকেট নেন পেসার গার্থ ও অফ স্পিনার অ্যাশলে গার্ডনার। দুটি করে উইকেট নেন পেরি ও সফি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭