ইনসাইড গ্রাউন্ড

অজিদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ


প্রকাশ: 27/03/2024


Thumbnail

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে স্বাগতিক মেয়েরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নেমেও ব্যর্থ হয়েই ফিরতে হল নিগার সুলতানা জ্যোতির দলকে। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬.২ ওভারে ৮৯ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় পায় অ্যালিসা হেলির দল।

লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তাদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যালিসা হেলি ও লিচফিল্ড। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন দুজন। নিজেদের পরিকল্পনায় সফলও হয়েছে তারা।

ম্যাচের নবম ওভারে লিচফিল্ডকে (১২) সাজঘরে ফেরান সুলতানা। এতে ভেঙে যায় ৪৩ রানের উদ্বোধনী জুটি। এরপর উইকেটে আসেন এলিসা পেরি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন হেলি।

তাদের ব্যাটে সহজ জয়ের পথে এগোতে থাকে অজিরা। পরে অবশ্য দুর্দান্ত ব্যাট করতে থাকা হেলির উইকেট শিকার করেন রাবেয়া খান। আউট হওয়ার আগে ৩৩ রান করেন অজি দলপতি।

শেষ মুহূর্তে বেথ মুনিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পেরি। দলকে জেতানোর পথে ২৭ রানে পেরি ও ২১ রানে অপরাজিত ছিলেন মুনি।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফারজানা হক ও সুমাইয়া আক্তার। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরেছেন দুজনেই।

উইকেটে থিতু হয়ে লড়াইয়ের চেষ্টা করলেও সফল হতে পারেননি টাইগ্রেস দলপতি নিগার সুলতানা (১৬)। এদিন ব্যাট হাতে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি স্বাগতিকদের ৭ জন ব্যাটার।

যদিও শেষ মুহূর্তে সুলতানা (১০) মারুফা আক্তারের অপরাজিত ১৫ রানে ৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন কিম গার্থ ও অ্যাশলেঘ গার্ডনার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭