ইনসাইড বাংলাদেশ

স্থানে স্থানে প্রতিরোধযুদ্ধ


প্রকাশ: 28/03/2024


Thumbnail

২৫ মার্চের গণহত্যা আর ২৬ ও ২৭ মার্চের উপর্যুপরি স্বাধীনতার ঘোষণার যুগপৎ প্রভাব এই দিনে লক্ষ করা যায়। মানুষের মনের গভীরে অনিশ্চয়তা আর মৃত্যুভীতি। ২৮ মার্চ ঢাকায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল করা হয়। হাজার হাজার সন্ত্রস্ত মানুষ আগের দিনের মতোই নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে শুরু করে।১ এর পাশাপাশি দেশের নানা স্থানে বাঙালিরা পাকিস্তানি সেনাদের সঙ্গে প্রতিরোধযুদ্ধ চালায়। এই দিনেও শহরের রাস্তার পাশে পড়ে ছিল নিহতদের লাশ। রাতে চট্টগ্রামের স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য আবারও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়।

পাকিস্তানি নৌবাহিনী চট্টগ্রামের নানা অঞ্চলে এই দিন প্রচণ্ড গোলাবর্ষণ করে। শুভপুর ব্রিজে পাকিস্তান সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা দিন যুদ্ধ চলে। পাকিস্তানিরা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। নৌবন্দর এলাকায় পাকিস্তানি নৌবাহিনী বাঙালি নৌসেনাদের নিরস্ত্র করে হত্যা করে। পিটিআই জানায়, নিউইয়র্কে বাঙালিরা পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের অফিস দখল করে নিয়েছে। পাকিস্তানের কনস্যুলেট ও জাতিসংঘের মিশন ছিল পাশাপাশি বাড়িতে। জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত বাঙালিদের প্রতিরোধ করতে ব্যর্থ হন।

পাকিস্তানে কাইয়ুম মুসলিম লীগের সভাপতি খান আবদুল কাইয়ুম খান বলেন, আওয়ামী লীগের ছয় দফা ছিল বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি এবং সুস্পষ্টভাবে দেশদ্রোহী প্রস্তাব। ঢাকায় সম্প্রতি যা ঘটেছে, তা উন্মুক্ত বিদ্রোহ। সামরিক বাহিনীর পদক্ষেপ অত্যন্ত সঠিক, সময়োপযোগী ও ন্যায়সংগত হয়েছে। ৫

মুক্তিযুদ্ধে দ্বিতীয় ইস্ট বেঙ্গল

জয়দেবপুরে মেজর কে এম সফিউল্লাহর (বীর উত্তম, পরে মেজর জেনারেল, সেনাপ্রধান, রাষ্ট্রদূত ও সংসদ সদস্য) নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা কর্মকর্তা ও সৈনিকেরা ২৮ মার্চ মুক্তিযুদ্ধে যোগ দেন। পাকিস্তান সেনাবাহিনীর হত্যাকাণ্ডের খবর পেয়ে কে এম সফিউল্লাহ তাঁর সঙ্গে কথা বলেন। কাজী রকিব শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে যোগ দেননি, কিন্তু যোগ না দিয়ে শেষ পর্যন্ত আত্মরক্ষাও করতে পারেননি। পাকিস্তানিরা তাঁকে আটক ও হত্যা করে।

কে এম সফিউল্লাহরা ময়মনসিংহে ব্যাটালিয়ন সমাবেশের পরিকল্পনা করেন, যাতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা যায়। সে জন্য তাঁরা একটি লোকদেখানো পরিকল্পনা নেন। অতিরিক্ত সৈন্য পাঠানোর ছলে সৈনিক এবং উদ্বৃত্ত অস্ত্রসহ সামরিক সম্ভার তাঁরা সঙ্গে করে নিয়ে যান। পেছনে রেখে যান জয়দেবপুরে মেজর মইনুল হোসেন চৌধুরীর (বীর বিক্রম, পরে মেজর জেনারেল, রাষ্ট্রদূত ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা) ডেলটা কোম্পানি, গাজীপুরে মেজর আমজাদ লতিফের ব্র্যাভো কোম্পানি এবং রাজেন্দ্রপুরে আলফা কোম্পানির একটি প্লাটুন। রাতে ময়মনসিংহে গিয়ে আবার একত্র হওয়ার জন্য রেখে যাওয়া সৈন্যদের গোপন নির্দেশ দেওয়া হয়।

ময়মনসিংহে পাকিস্তানি সেনারা পরাস্ত

ময়মনসিংহের ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) শাখার বাঙালি সেনারা এই দিন বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। আগের দিন সহকারী উইং কমান্ডার পশ্চিম পাকিস্তানি ক্যাপ্টেন কামার আব্বাস বাঙালি সেনাদের বিশ্রাম করার নির্দেশ দিয়ে সব পশ্চিম পাকিস্তানি ও অবাঙালি সেনাদের দায়িত্ব দেন। এটি বাঙালি সেনাদের মনে সন্দেহের উদ্রেক করে। তারা অস্ত্র জমা না দিয়েই ব্যারাকে ঘুমাতে যান। গভীর রাতে, ঘড়ির কাঁটায় যখন ২৮ মার্চ, পাকিস্তানি ও অবাঙালি সেনারা নিঃশব্দে তাদের অস্ত্রশস্ত্র সদর দপ্তরের ছাদে নিয়ে এসে জড়ো করে এবং যানবাহনের হেডলাইট বাঙালিদের ব্যারাকের দিকে মুখ করে রাখে। মাঝরাতে পশ্চিম পাকিস্তানি সেনাদের হাতে একসঙ্গে অস্ত্র গর্জে ওঠে। বাঙালি সেনারা আগে থেকেই অস্ত্র নিয়ে সেখানে সতর্ক অবস্থায় ছিল। দ্রুত অবস্থান নিয়ে তারাও প্রত্যুত্তর দেয়। দুই পক্ষে প্রচও গোলাগুলি চলে। রাত পেরিয়ে পরদিন বেলা আড়াইটা পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকে। বাঙালি সেনাদের অদম্য সাহসিকতায় পাকিস্তানি সেনাদের ছয়জন আটক ও বাকিরা নিহত হয়।


সূত্র: ১. একাত্তরের দিনগুলি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র পঞ্চদশ খণ্ড,বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-এক, আদন্দবাজার পত্রিকা, ভারত, ২৯ মার্চ ১৯৭১, দৈনিক পাকিস্তান, ৩১ মার্চ ১৯৭১



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭