ইনসাইড গ্রাউন্ড

সিরিজ সমতায় ফিরতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


প্রকাশ: 30/03/2024


Thumbnail

টি-টোয়েন্টিতে ধাক্কার পর ওয়ানডেতে ভালোভাবে ঘুরে দাঁড়ালেও সিলেট টেস্টে শ্রীলংকার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। তাই এবার স্বাভাবিকভাবেই টাইগারদের চোখ এখন সিরিজ সমতায়। অন্যদিকে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ শিরোপা ঘরে তুলতে মুখিয়ে লঙ্কানরা।

এমন পরিস্থিতে শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি ধনঞ্জয়া ডি সিলভা। এতে আগে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও অভিষেক হয়েছে হাসান মাহমুদের। দল থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

অপরদিকে একাদশে এক পরিবর্তন এনেছে শ্রীলংকা। ইনজুরিতে ছিটকে যাওয়া কাসুন রাজিথার পরিবর্তে দলে এসেছেন আসিথা ফার্নান্দো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭