ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিস্তিনের নতুন সরকারকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন


প্রকাশ: 30/03/2024


Thumbnail

ফিলিস্তিনের নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবর তাস ও টাইমস অব ইসরায়েলের।  

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ফিলিস্তিনি নতুন মন্ত্রিসভার বেশ কয়েক সদস্য গাজা উপত্যকার। যুক্তরাষ্ট্রের দাবিও এমনই ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিরা যেন সমগ্র ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে এমনটা চেয়েছিল যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, আমরা তাদের এমন সংস্কার বাস্তবায়নে উৎসাহিত করেছি যা দুর্নীতি দমন করে, স্বচ্ছতা বাড়ায়, গণমাধ্যমের স্বাধীনতা বাড়ায় এবং সরকারের সঙ্গে সুশীল সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করে।

ম্যাথু মিলার আরও বলেন, আমরা এই সরকারের সঙ্গে তাদের কাজকর্মের ওপর ভিত্তি করে যোগাযোগ রাখব। প্রধান প্রধান সংস্কার বিষয়ে তাদের নেওয়া পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব বিষয়ে তাদের সঙ্গে কাজ করার বিষয়ে আমরা উন্মুখ হয়ে আছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭