ইনসাইড পলিটিক্স

দেশে সুশাসন ও ন্যায়বিচারের অভাব রয়েছে: এনপিপি চেয়ারম্যান


প্রকাশ: 30/03/2024


Thumbnail

গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, দেশে বর্তমানে রাজনৈতিক শূন্যতা, সুশাসন এবং ন্যায়বিচারের অভাব রয়েছে। যার পরিপ্রেক্ষিতে সারা দেশে দুর্নীতি, মাদক এবং আমলা ও ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একটি হোটেলে কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে গণতন্ত্র বিকাশ মঞ্চ আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় শেখ ছালু বলেন, ‘ইদানীং কিছু দল ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এই ডাকে বিএনপিও সমর্থন দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না। আমাদের রাজনীতি হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করার জন্য, কারও লেজুড়বৃত্তি করার জন্য নয়। দেউলিয়াপনার যে রাজনীতি চলছে- সেটা যদি অব্যাহত থাকে, দেশে কোনো আদর্শিক রাজনীতি থাকবে না’।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে এনপিপির চেয়ারম্যান বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের হত্যার কারণে হিটলার এবং তার সহযোগীদের আন্তর্জাতিক আদালতে বিচার হয়েছিল। কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্বের দুর্বলতা থাকায় তারা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচার দাবি করতে পারছে না কিংবা ইসরায়েলকে প্রতিহত করতে পারছে না’। ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকা এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচারের আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলপূর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন, এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাগপার সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী।

ইফতার মাহফিলে এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং এনপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলুসহ দল ও জোটের প্রয়াত সব নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭